বর্ষায় শব্দেরা

সুরঞ্জিত বাড়ই
সুরঞ্জিত বাড়ই 53 Views

মেঘ হয়ে স্বপ্নের মতো ভেসে বেড়ায়
ছোপ ছোপ নরোম ছোঁয়া কাতরতা বাড়ায়
শেষে দৃষ্টি টলমল চোখের ভাষা
বিরহী আকাশের তলে খোঁজে ফেরে
ঐ দূর মাটির কাব্য!

বৃষ্টির মতো ঝরে গেলে শব্দেরা সুর বাঁধে
গুনগুন চলে বুকের ভেতর

লেগে থাকা ঘামের গন্ধ প্রথম বর্ষায় মাখামাখি
মনের ভেতর উকি দেয় কচি ঘাস
পৃথিবীর মতো সকল সবুজ ধরে থাকা এক নিঃশব্দ কোরাস

শব্দ এক অপার বিস্ময়, ভালোবেসে নিমগ্ন হলে
মোহগন্ধ ছড়ায় ভেতর বাহির

Share This Article
কবি সুরঞ্জিত বাড়ই এর জন্ম ১৯৭৭ সালের ১ নভেম্বর শিল্পসাহিত্যের চারণভূমি ময়মনসিংহের মুক্তাগাছায়। শৈশব কৈশোরের দিনগুলো কেটেছে গোবিন্দপুর গ্রামে। আয়মান তীর ঘেঁষা ঐতিহ্যবাহী মুক্তাগাছা শহরে কেটেছে যৌবন। বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর এই কবি বর্তমানে শিক্ষকতা পেশায় নিয়োজিত। তাঁর প্রথম কবিতা গ্রন্থ ‘জল মাটির সংলাপ’ প্রকাশিত হয় একুশে বইমেলা ২০১৮-এ এবং ‘ক্রমাগত ভাঙন থেকে’ তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ, যা প্রকাশিত হয় ২০২০ সালে।