অনুচক্রিকা

শম্পা মনিমা
শম্পা মনিমা 409 Views

ওরা চলে গ‍্যাছে…
            পিছনে ফিরে দ‍্যেখি
                    ওরা চলে গ‍্যাছে
রোদ-বৃষ্টি ঘোমটা টেনে
             নদী নারীর ফারাক তুলে
                     ভাববাচ‍্যে ভালোলাগা ফ‍্যেলে
ওরা চলে গ‍্যাছে….

এতো লোক যায় কোন দিকে
শৈশবের নদীনালা রোদলা দুপুর
জীবনের শ্লেট পেন্সিল বাস্তুভিটা
লুফে নেয় হৃৎপিণ্ড নতুন মানচিত্র
এতো লোক আজও বাসাখানি খোঁজে

     আমার আঙিনায় আইস‍্যা বসো…
                তোমার জন্য পেতেছি আসন
                           এবার থিতু হয়ে বিহ্বল সীমানা মিটিয়ে
                                       একটু জিরিয়ে নিতে এসো–
আমার আঙিনায় তোমরা আইস‍্যা বসো…

হাতে আর সময় নেই
কখন কিভাবে আবার আসবে
জনবসতি ছিন্নভিন্ন করে বাউল-লালন উল্টে দিয়ে
ঝাঁঝরা করবে আমাদের বক্ষ
হাতে আর সময় নেই; এসো
গলা মিলিয়ে সাক্ষী হই যাপনে মিত্র চালচিত্র।

Share This Article
শম্পা মনিমা শিক্ষকতা করেন। শিক্ষকতা তার নেশাসহ পেশা৷ তার বড়ো হওয়া থেকে সংসার সবই কোলকাতা ঘিরে৷ তিনি লেখালিখি করেন মনের তাগিদে। আবেগ অনুভুতিগুলোকে দেশলাই বাক্সে রেখে আগুনের ফুলকি সব এক জায়াগায় জড়ো করেন৷ মননে মননে বৃদ্ধি পাবে মানবিক সম্মান, মর্যাদা, মানবিকতা এই তার স্বপ্ন প্রত্যাশা৷ শম্পা মনিমার প্রথম প্রকাশিত বই–ইঙ্গিত ওমে স্তবক লিখেছে প্রণাম৷