ওরা চলে গ্যাছে…
পিছনে ফিরে দ্যেখি
ওরা চলে গ্যাছে
রোদ-বৃষ্টি ঘোমটা টেনে
নদী নারীর ফারাক তুলে
ভাববাচ্যে ভালোলাগা ফ্যেলে
ওরা চলে গ্যাছে….
এতো লোক যায় কোন দিকে
শৈশবের নদীনালা রোদলা দুপুর
জীবনের শ্লেট পেন্সিল বাস্তুভিটা
লুফে নেয় হৃৎপিণ্ড নতুন মানচিত্র
এতো লোক আজও বাসাখানি খোঁজে
আমার আঙিনায় আইস্যা বসো…
তোমার জন্য পেতেছি আসন
এবার থিতু হয়ে বিহ্বল সীমানা মিটিয়ে
একটু জিরিয়ে নিতে এসো–
আমার আঙিনায় তোমরা আইস্যা বসো…
হাতে আর সময় নেই
কখন কিভাবে আবার আসবে
জনবসতি ছিন্নভিন্ন করে বাউল-লালন উল্টে দিয়ে
ঝাঁঝরা করবে আমাদের বক্ষ
হাতে আর সময় নেই; এসো
গলা মিলিয়ে সাক্ষী হই যাপনে মিত্র চালচিত্র।