আবির মাখা কবুতর

মঈনুস সুলতান
মঈনুস সুলতান 574 Views

পৈঠায় পা রেখে.. খুব ধীরে.. উঠে বসো
জাফরানী রঙের পানসিতে,
খুঁজেছো যা… … অনন্তের নক্ষত্রবীথি
আকুল হয়ে সারা দিনমান
বুনেছি বস্ত্র সুইসুতাহীন নিরস্ত্র… …
পারিনি দিতে;

পাটাতনে বনঘুঘুর ডিম
বাগিচায় খুড়ে পাওয়া কাঠবিড়ালীর জীবাষ্ম,
ভালোবাসায় নিরংকুশ

সন্ন্যাসীর জটাজুটের মুখোশ…

তন্দুলে মাখানো ছাইভষ্ম;

কথা বলার কিছু নেই
চুপচাপ থাকাটাই ভালো,
গলুই ছুঁয়ে পানকৌড়ির পাখায় ওড়ে
রূপার আলো,
এ সময় আমাদের— অতল নির্জন —
বলা চলে তুমুল নির্বাক,
কান পেতে শোনো
মাস্তুলের ওপর গুঞ্জন করে পোষা মৌচাক;

ভাসছে না
চলছে দনকলস সর্ষের শুভ্রহরিৎ মাড়িয়ে
তালকুঞ্জের ওপর দিয়ে আশ্চর্য এ জলযান,
এ যাত্রায় বাহন আমাদের এমফিবিয়ান;

এসে তো পড়েছি
সোনাঝরা সবুজ সায়র.. ঘাসের গাঢ় রীজে
সুপারির স্মৃতিময় সারি,
ভবের হাটে— মননের মন্দ্র মনসিজে

নাও… এগিয়ে দিচ্ছি পানদান.. হাত বাড়াও
দেখতে কী পাও
তবকে মোড়া রূপালি
সৌরভ ছড়ানো জোড়া সরোবর,
জলে ভাসে আবির মাখা দুটি কাজলা কবুতর।

Share This Article
মঈনুস সুলতান এর জন্ম ১৯৫৬ সালে, সিলেট জেলার ফুলবাড়ী গ্রামে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস থেকে আন্তর্জাতিক শিক্ষা বিষয়ে পিএইচডি। খণ্ডকালীন অধ্যাপক ছিলেন ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস এবং স্কুল অব হিউম্যান সার্ভিসেস-এর। ইউনিভার্সিটি অব সাউথ আফ্রিকার ভিজিটিং স্কলার ছিলেন। শিক্ষকতা, গবেষণা ও কনসালট্যান্সির কাজে বহু দেশ ভ্রমণ করেছেন। বর্তমানে সিয়েরা লিওনে বাস করছেন। প্রথমা প্রকাশন থেকে বেরিয়েছে তাঁর আরও ছয়টি ভ্রমণগল্পের বই কাবুলের ক্যারাভান সরাই, জিম্বাবুয়ে: বোবা পাথর সালানিনি, নিকারাগুয়া: সমোটো ক্যানিয়নে গাবরিয়েলা, সোয়াজিল্যান্ড: রাজা প্রজা পর্যটক, ঈদের সোনালি ইগল ও আকাশরাজ্য । প্রথম আলো বর্ষসেরা বইয়ের পুরস্কার ও বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন।