আমার ভালোবাসা

রাশিদা তিথি
রাশিদা তিথি 421 Views

জন্ম থেকে বাঁধা পড়া
ছন্দে গানে যে ছবিতে
কালের দূত তা বহন করে
চলে তার রথ যুগে যুগে।

অনেক কিছু চলে গেছে
মাঠ পেরিয়ে আকাশ ভেঙে
চলাচলের পথ মাড়িয়ে
বিশ্বমাঝে দৃপ্ত পায়ে।

সেই যে আমার প্রথম দেখা
জঠর ভরা অগাধ জলে।
নবীন শাখায় সন্ধ্যা তারায়
কত কথা ফুটল বনে
কত কথা পড়লো ঝরে
লাল পলাশের আবির মেখে
চৈত্র রোদে সরষে ক্ষেতে
শ্রাবণ ধারার অঝোর ঝরায়
সকল ঋতুর রঙের ধারা
রাঙালো যে সেই ভাষাটা।

কবির লড়াই পুথি গানে
প্রণয় আমার অধর ছোঁয়া
খোঁপায় গোঁজা ঝিনুক মালা
সেই ভাষাতেই সাজাই আমায়।
এই যে আমি যাচ্ছি ভেসে
আমার ভাষার টেউয়ের তালে।

বাংলা ভাষা আমার ভাষা
সে যে আমার ভালোবাসা
গর্ব আমার, আমি ধন্য
বাংলা ভাষা তোমার জন্য।

Share This Article
রাশিদা তিথির জন্ম একুশে এপ্রিল, চট্টগ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ডিগ্রী অর্জন করেন। বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কাজে নিয়োজিত আছেন। এ ছাড়া সমাজ কল্যাণমূলক কাজ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে তিনি জড়িত। তার প্রথম কাব্যগ্রন্থ তুমি আমার চোখের জলে ২০১৯ এ প্রকাশিত হয়। দহনবেলা তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ।