আমার এক মা আছে- একেবারে আটপৌরে মা
সকালের সোনালী রোদ উঠোনে এসে কিচিরমিচির করলেই
মা তখন খই ছড়িয়ে দিতেন।
রোদে পিঠ দিয়ে বসে রেডিওতে যুদ্ধ জয়ের খবর
শুনতে শুনতে মা হয়ে উঠতেন গৌরবময় একুশ।
মার আছে এক বহমান নদী, সংগোপনের তিস্তা।
ধর্মনিরপেক্ষতার চোরাস্রোত বয়ে চলেছে ওই তিস্তার গভীরে
মায়ের দুই বোন ধান ও দূর্বা।
পৌষ অগ্রহায়ন এলেই সুখদুখের কথা হয় মায়ের সাথে।
ভাষা যুদ্ধে বিজয়ের ধ্বনি বাজতেই মা আমার
আকাশে বাতাসে ছড়িয়ে দেন মুক্তির বাণী।
চেতনায় জাগ্রত হয় সোনার বাংলা, জয় বাংলা
এক উজ্জ্বল গৌরবময় অধ্যায়ের নাম হয়ে ওঠে বঙ্গবন্ধু।