একুশে ফেব্রুয়ারি

আনার কলি
আনার কলি 406 Views

সে দিনও এমন আগুন ঝরা ফাগুন ছিল
ডালে ডালে রক্তলাল শিমুল ছিল
চারিধারে কোকিলের কুহুতানে মুখর ছিল
মাতৃভাষা সুরক্ষিত রাখার অঙ্গীকার ছিল
ভাষার অধিকার আদায়ের দৃঢ় প্রত্যয় ছিল
রফিক, সালাম, বরকত, জব্বারের বুকে আগুন ছিল
আগুন ঝরা ফাগুন দিনে বীর বাঙ্গালিরা রক্ত দিল।
বায়ান্নর একুশে ফেব্রুয়ারি যায় কি ভোলা
অতীতের অর্জিত পথে বর্তমানের পথ যে চলা।
সে দিনও এমন আগুনঝরা ফাগুন ছিল
বুকের মাঝে আগুন ছিল আগুন ছিল।

Share This Article
আনার কলির জন্ম ৩০ শে নভেম্বর, ১৯৬৫। মা মমতাজ বেগম ও বাবা আহসানউল্লাহ চৌধুরী। তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে বি এ এবং এশিয়ান ইউনিভার্সিটি থেকে বাংলা সাহিত্যে এম এ পাশ করেন। কবির দুই কন্যাসন্তান বাঁধন ও বহ্নি। বর্তমানে জাপানপ্রবাসী কবির কর্মময় ব্যস্ত জীবনের মাঝেও সাহিত্যের সাথে রয়েছে নিবিড় সখ্য। ভালোবাসেন মানুষ, প্রকৃতি আর কবিতা। কবির প্রথম ও দ্বিতীয় কাব্যগ্রন্থ যথাক্রমে ‘কাব্য কলি’ ও ‘নীরব শব্দ’। একুশে বইমেলা ২০২২ তে প্রকাশ পাবে কবির তৃতীয় কাব্যগ্রন্থ ‘ধ্রুব নেই’।