কাল সারা রাত ধরে
টুকরো টুকরো কিছু কথা
কিছু কাজ কিছু বেদনা সেলাই করলাম
দেখলাম কিছু মুখ ভেসে উঠেছে
সে মুখগুলো রফিক সালাম বরকতের,
এবং দূরের একটা রূপালী আলো
তাদের সাথে কী যেন বলছে
আমার ভেতরেও তখন একটা সোনালী দিন
চোখ মেললো,
কিছু ঠাণ্ডা পাথর হাওয়ায় চড়ে এসে আমার পকেটে জমা হলে
উঁচু পাহাড় থেকে নামার সিঁড়ি খুঁজলাম
আমার মন প্রতারিত ক্ষেতমজুরের মতো এখনও কাজ করে যাচ্ছে