কিছু ঠাণ্ডা পাথর

সৌহার্দ সিরাজ
সৌহার্দ সিরাজ 552 Views

কাল সারা রাত ধরে
টুকরো টুকরো কিছু কথা
কিছু কাজ কিছু বেদনা সেলাই করলাম

দেখলাম কিছু মুখ ভেসে উঠেছে
সে মুখগুলো রফিক সালাম বরকতের,
এবং দূরের একটা রূপালী আলো
তাদের সাথে কী যেন বলছে

আমার ভেতরেও তখন একটা সোনালী দিন
চোখ মেললো,
কিছু ঠাণ্ডা পাথর হাওয়ায় চড়ে এসে আমার পকেটে জমা হলে
উঁচু পাহাড় থেকে নামার সিঁড়ি খুঁজলাম

আমার মন প্রতারিত ক্ষেতমজুরের মতো এখনও কাজ করে যাচ্ছে

Share This Article
সৌহার্দ সিরাজ এর জন্ম ১৬ সেপ্টেম্বর ১৯৬৩ সালের খুলনা জেলার পাইকগাছায়। প্রকৃত নাম গাজী শাহজাহান সিরাজ। তিনি লেখালেখি করেন সৌহার্দ সিরাজ নামে।প্রকাশিত গ্রন্থঃ অন্তরে অন্তরীক্ষ (১৯৯৮), অরণ্যে এক পশলা রোদ (২০০০), দূরায়ত নদীর পদাবলী (২০০৮), ভেঙে পড়া হঠাৎ আলো (২০১৩), শুভেচ্ছার পদচিহ্ন ফেলে (২০১৭), মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস (২০১৭), বাকি অংশের অপেক্ষায় (২০১৮)। উভয় বাংলা থেকে ২১টি সম্মাননা ও পুরস্কার পেয়েছেন।