পঞ্চাশ বছর পর

আনার কলি
আনার কলি 527 Views

পঞ্চাশ বছর পরেও বিজয়ের
আনন্দে শিহরিত তৃণ আকাশ বাতাস
হৃদয়ের অলিন্দ!
বাংলার মানুষের কলতান আর
অপরূপ প্রকৃতির নিগুঢ় গুঞ্জন
মিলে মিশে একাকার!

এতোটা সুখী কে ছিল কোথা আর!
তবুও বড় শঙ্কা জাগে ভাতৃত্ব বোধ
যদি না থাকে মনে!
যদি সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ায়
এখানে ওখানে!
তবে কোথা যাবো ছেড়ে এই সোনার ধাম,
এই সবুজ বাংলা আমার!

Share This Article
আনার কলির জন্ম ৩০ শে নভেম্বর, ১৯৬৫। মা মমতাজ বেগম ও বাবা আহসানউল্লাহ চৌধুরী। তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে বি এ এবং এশিয়ান ইউনিভার্সিটি থেকে বাংলা সাহিত্যে এম এ পাশ করেন। কবির দুই কন্যাসন্তান বাঁধন ও বহ্নি। বর্তমানে জাপানপ্রবাসী কবির কর্মময় ব্যস্ত জীবনের মাঝেও সাহিত্যের সাথে রয়েছে নিবিড় সখ্য। ভালোবাসেন মানুষ, প্রকৃতি আর কবিতা। কবির প্রথম ও দ্বিতীয় কাব্যগ্রন্থ যথাক্রমে ‘কাব্য কলি’ ও ‘নীরব শব্দ’। একুশে বইমেলা ২০২২ তে প্রকাশ পাবে কবির তৃতীয় কাব্যগ্রন্থ ‘ধ্রুব নেই’।