পঞ্চাশ বছর পরেও বিজয়ের
আনন্দে শিহরিত তৃণ আকাশ বাতাস
হৃদয়ের অলিন্দ!
বাংলার মানুষের কলতান আর
অপরূপ প্রকৃতির নিগুঢ় গুঞ্জন
মিলে মিশে একাকার!
এতোটা সুখী কে ছিল কোথা আর!
তবুও বড় শঙ্কা জাগে ভাতৃত্ব বোধ
যদি না থাকে মনে!
যদি সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ায়
এখানে ওখানে!
তবে কোথা যাবো ছেড়ে এই সোনার ধাম,
এই সবুজ বাংলা আমার!