শব্দ সম্ভার
শব্দজালে হারিয়ে মিলে
শব্দে ফানুস ভাসে
শব্দ মুখর হাসির ছন্দে
স্মৃতির নীলাকাশে।
শব্দে বন্ধু আছো বলে
লিখছি খানিক বেশ
শব্দযোগে হঠাৎ মিলে
নুতন কাব্যরেশ।
শব্দ দিয়ে দিনের শুরু
শব্দে শব্দে শেষ
শব্দ স্বল্প নিশীথ রাতে
শব্দ আলোয় ভোর
শব্দ ভীষণ বজ্রপাতে
নিষাদ প্রাণে জোর।
শব্দ বর্ণে বলতে জানি
বাংলা আমার দেশ
শব্দযানে চলছি ছুটে
অক্লান্ত অশেষ-
শব্দ মেলায় পার হয়ে যায়
দিন রাত্রি ভোর
শব্দে মিশে আলিঙ্গনে
কাঁপন থরথর।
শব্দরা হয় নষ্ট অনেক
ঘৃনায় এবং ত্রাসে
শব্দ জাগে করে তোলপাড়
সৃষ্টির উল্লাসে।
শব্দজলে কাঁদতে শেখায়
তুমুল রবে হাসায়
কান্না হাসির সম্মিলনে
নতুন স্রোতে ভাসায়
শব্দ যোগে জব্দ করি
আজব অসাড় যত।
শব্দ ঘটায় জয় পরাজয়
অসম্ভবের ক্ষত
শব্দ ছোয়ায় মুছতে যে চাই
প্রিয়ার চোখের জল
শব্দে আবার খুঁজে ফেলি
একটু ছোঁয়ার তল।
শব্দ ভীষণ বজ্রপাতে
শব্দ সুরে গানে
শব্দ ওঠে ওই আকাশের
পাখির কলতানে
শব্দমিলে সব খানেতে
বিশ্ব চরাচরে
ভালোবাসার হারানো সুর
চেনা শব্দে বাজে।
জীবনপ্রশ্নমালা
প্রেম কি অসাড়
প্রেম কি হরণ
আলিঙ্গনের সোহাগ বরণ।
ভুল কি বাঁধা
ভুল কি বরুন
অসম্ভবের তালে তরুণ
ঝড় কি প্রবল
ঝড় কি সবল
উদ্দামে যে উথাল পাতাল।
সুখ কি হাসি
সুখ কি সবুজ
সুখ যে ঊষার উল্লাসে লাল।
দুঃখ কি কান্না
দুঃখ কি প্রলাপ
দুঃখ মিশে বর্ণ কালো
চোখ কি কথা
চোখ কি কলি
চোখের নাম যে দীপ্ত দিশা।
রূপ কি সুধা
রূপ কি বাঁধা
রূপ মুখোশে মন্দ সাদা।
প্রাণ কি শক্তি
প্রাণ কি মুক্তি
প্রাণ যে আধার আলোয় অসীম ।।
ফাল্গুন ভালোবাসা
প্রিয়,ফাল্গুনে বাংলার প্রকৃতি সেজেছে
সোনালী প্রভায় ।
রাঙা আবির মেখে
চারিদিক উদ্ভাসিত
নবসবুজ হলুদের সজীব জোয়ারে ।
সোনাঝরা ফাল্গুনের
উজ্জ্বল উল্লাসে চলো দুজন,
দিনের প্রথম আলোর বিচ্ছুরণে
শেষ করি সূর্যস্নান,
পৃথিবীর বুকে অঙ্কিত হোক শতাব্দীর
আলোচিত শৈল্পিক আলিঙ্গন ।
ক্ষতি কি প্রথম দেখার
দিনটির মতো স্বপ্ন প্রতীক্ষায় ?
কিন্তু হায়, এই পরবাসী জীবনের
আকাশ ও প্রকৃতির
তুষারঝড়ের যুগল মেলবন্ধনে
চিরচেনা ফাল্গুন আলো অধরা প্রায় ।
তবু আজ হঠাৎ মিলেছে
প্রবাসের অন্তহীন
ছুটে চলার মাঝে এক মুঠো কাঙ্খিত অবসর ।
বন্ধু, এসোনা আজ গানের সুরে
স্মৃতির ঝুলি হাতড়ে
কিছুটা উন্মোচন করি
বিগত কোনো স্মৃতিকে,
মনে আছে
কাল ভালোবাসা দিবস…
চারদিকে তোড়জোড় আয়োজন ।
আধুনিক বিরাজমান ভালোবাসারা
অনেকটাই পুঁজিবাদী ছককাটা অর্থ আর
ভোগের পেষণে জর্জরিত ,
ভালোবাসা প্রতিদিনের
যদি তা প্রবঞ্চনার না হয়।
প্রশ্ন একটাই
ভালোবাসা কি তবে
ভোগবাদী বাজারচক্রান্তে আক্রান্ত?
ভালোবাসা জানিনা কেন,
এখন সম্ভবত অনেকটা পোশাকি
কিংবা নিছক প্রদর্শনের
অনুভবের নয়,
প্রিয, আমার জন্য একগুচ্ছ
রক্তলাল পলাশের,
ছোট লাল গোলাপকলি
অথবা ঘাসফুলে হাতবোলানো
কোমল অনুভবের মতো ,
নীল চিঠিতে নীলজলছোঁয়া
অপেক্ষার কিংবা আত্মত্যাগের
আবেশে জড়ানো –
অমলিন আটপৌরে
ঘামে ভেজা ভালোবাসা চাই।
রঙিন কৃত্রিম উপহারের মেকী অভিনয়ে জর্জরিত
যান্ত্রিক ভালোবাসা আর নয় প্রতিদিন ।