মেঘ হয়ে স্বপ্নের মতো ভেসে বেড়ায়
ছোপ ছোপ নরোম ছোঁয়া কাতরতা বাড়ায়
শেষে দৃষ্টি টলমল চোখের ভাষা
বিরহী আকাশের তলে খোঁজে ফেরে
ঐ দূর মাটির কাব্য!
বৃষ্টির মতো ঝরে গেলে শব্দেরা সুর বাঁধে
গুনগুন চলে বুকের ভেতর
লেগে থাকা ঘামের গন্ধ প্রথম বর্ষায় মাখামাখি
মনের ভেতর উকি দেয় কচি ঘাস
পৃথিবীর মতো সকল সবুজ ধরে থাকা এক নিঃশব্দ কোরাস
শব্দ এক অপার বিস্ময়, ভালোবেসে নিমগ্ন হলে
মোহগন্ধ ছড়ায় ভেতর বাহির