বাঘের বংশধর

প্রেমাংশু শ্রাবণ
প্রেমাংশু শ্রাবণ 512 Views

কয়েকটি কালো চতুর বিড়াল
প্রতিদিন রোদের পিয়ালা ভেঙে চূর্ণ হলে
যে রাত্রি ঘনায়
তাতেও জোছনা নেই
চরাচরে দেখি এক অলৌকিক ভয়ের বিশাল থাবা–
পাশবিক ছায়া।
সূর্যকে আঁচড়ায় ক্ষুব্ধ বিড়ালেরা
হরিৎ পোশাক ছুঁয়ে নেমে আসে
হেমন্তের সকাল।

Share This Article
প্রেমাংশু শ্রাবণ একজন কবি গীতিকার। জন্ম ১৯৭৯ সালে যশোর ঝিকরগাছা থানাধীন ব্যাংদহ গ্রামে। বর্তমান পেশা ব্যবসা। অসম্ভব আন্তরিক এই মানুষটি লেখালেখি করতে ভালোবাসেন। একক কাব্যগ্রন্থ না থাকলেও প্রেমাংশু শ্রাবণ এর রয়েছে ৪৫টি যৌথ্য কাব্যগ্রন্থ। তিনি বাংলা ভাষার বিভিন্ন সাহিত্য সাময়িকীতে লিখেন।