অ, আ, ক, খ, বাঙলা বর্ণ।
এ শুধু এক একটা বর্ণ নয়,
অজস্র হৃদয় বিকীর্ণ
হৃদপিন্ডের খন্ড।
অ আ ক খ বাঙলা বর্ণমালা।
এ শুধু বর্ণ সমাহারই নয়,
বাঙলা মায়ের দামাল ছেলের
তাজা রক্তের গোলা।
অ, আ, ক, খ,
সমুস্বরে শুনি
শব্দে শব্দে আলোড়িত হয়
জব্বারদের ধ্বনি।
বাঙলা ভাষা,
এ তো নিছক ভাষা নয়।
বাঙালি সত্তার অকুতোভয়
শত স্পন্দন মেশা।
বর্ণ-ভাষা প্রতিষ্ঠায়
জীবন রাখে বাজি
এমন জাতি বিশ্ব জুড়ে
পাবে না আর খুঁজি।
ভাষা রক্ষায় দিয়েছি রক্ত
দিয়েছি তাজা প্রাণ
বাঙলা ভাষা মায়ের ভাষা
রাখবো তোমার মান।