বাতাস নেবে না মৃত্যুর দায়

মিহির হারুন
মিহির হারুন 502 Views

রসনা-নরম জিভের ভাজে অজান্তে জন্মে
মৃত্যুডিম; চাক ফুঁড়ে নিথর ওম ভেঙে
বেরোয় অসংখ্য অক্টোপাস।

উহানের উত্তপ্ত লালা প্রসব করে কোটি স্তন্যপায়ী মৃত্যু শাবক,
বাতাসের রঙ মেখে উহান ছাড়িয়ে
বিশ্বময়; এখন গুপ্ত আঘাত।

ভয়ানক গণহত্যা!
অহর্নিশ কেটে নিচ্ছে মানুষের নরম ফুসফুস
সবুজ চুম্বন, আলিঙ্গন, গহীন সঙ্গম,
প্রকৃতি হারিয়েছে বিশ্বাস, তাই
মানুষের দূরত্ব এমন।

কোন প্রতিশোধে মারণাস্ত্র মুখে নেমেছে অদৃশ্য আবাবিল ঝাঁক!
নির্বাক বিশ্ব দম্ভ;
আবরাহা’র মতোই অসহায় —
আমেরিকা রাশিয়া ব্রিটেন ফ্রান্স চিন
খামোশ হয়ে গেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা
আয়াতুল্লাহ আলি খামেনই।

আল-কায়দা, হামাস, তালেবান কেও
কোন দায় নিচ্ছে না এই গণহত্যার,
কিংবা দিচ্ছে না পাল্টা জবাব।

কি আশ্চর্য!
এই প্রথম রক্তপাতহীন ধর্মশালা গুলো ছেড়ে দিচ্ছে মানুষ;
কাবা, গয়া-মথুরা, মসজিদ, মন্দির, প্যাগোডা,
গীর্জায় শুধু মৃত্যুর নিরবতা।
অথচ উগ্র হিন্দুত্ব বাদী কিংবা আইএস কারও হাতেই নেই রক্তাক্ত খড়গো,

কেও নিচ্ছে না এ মৃত্যুর দায়!

পেন্টাগন প্রতিরক্ষায় ব্যর্থ;
তাদের নাকের ডগায় গড়াচ্ছে প্রতিদিন নিরিহ আমেরিকান লাশ,
রাশিয়া সহস্র পারমাণবিক অস্ত্র মজুদ করেও
সন্ত্রস্ত ভীত পরাস্ত আজ।

যোদ্ধারা নিষিদ্ধ পলিথিনে বন্দী।

পৃথিবী আজ লক ডাউন!
বাতাসে গণহত্যা, ঘরে বন্দী মানুষ
মুক্তিযোদ্ধারা আজ বৃদ্ধ;
বাংলার রাজপথও কাঁপছে না আর মিছিলে।

বিশ্ব আজ এক মৃত্যু গুহা
বিজ্ঞান খুঁজছে —
বিকার থেকে আকাশে; শতাব্দীর মুক্তির পথ।

তবু, কেও নিচ্ছে না এ মৃত্যুর দায়!

Share This Article
মিহির হারুন একজন নাট্যব্যাক্তিত্ব, একাধারে তিনি শিক্ষক, লেখক, মঞ্চাভিনেতা, এবং একজন বাচিক শিল্পী। পাশাপাশি তিনি “বিনোদবাড়ি আইডিয়াল কলেজ” এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ২০১৭ ও ২০১৮ সালের বই মেলায় “মেঘের বাড়ি” নামক একক অভিনয় ও কিশোর নাটকের দুটি বই প্রকাশিত হয়। তার প্রতিষ্ঠীত “শিশু থিয়েটার” এর মাধ্যমে শিশু কিশোরদের সাংস্কৃতিক ও মানসিক প্রতিভা বিকাশে তিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।