আমি ও আকাশ
ভোরের স্নিগ্ধ আকাশ কে জিজ্ঞেস করলাম
‘আজ আমাকে তুমি কি শোনাবে?
কী লিখব আমি?’
আকাশ বলল ‘পৃথিবীতে যা কিছু অতিক্রান্ত তাই
আছে আমার বুকে আমি কিছুই হারাই না। আজ তোমাকে
অতীত দিনের কিছু ছবি দেখাব’
এই বলে আকাশ সদ্য প্রস্ফুটিত সূর্যের আলো দিল নিভিয়ে।
অন্ধকার প্রেক্ষাগৃহের মত দৃশ্যপটে ভেসে এল অলৌকিক চলচিত্র।
অঘ্রাণের ভোরে কৃষক তুলে নিয়েছে লাঙলের পরিবর্তে রাইফেল
শিক্ষার্থীর পুঁথি হয়েছে স্টেনগান; শ্রমিকের হাতুড়ী, শাবল ঐন্দ্রজালিক ইস্পাত
প্রেমিকের দৃষ্টি প্রেমিকাকে ছাড়িয়ে ঊর্ধ্বগ বীক্ষায় ব্যাপৃত।
আমি বললাম, এঁরা যে আমাদের স্বাধীনতার সৈনিক!
আকাশ বলল, ‘স্বাধীনতা সংগ্রামী পৃথিবীর সব মানুষের চেহেরা এক;
এখন নবান্নের উৎসব, তবুও হৃদয় আমার ভারাক্রান্ত।’
আমি বললাম, এখন দুঃখ নয়, অবসাদ নয় এখন উজ্জীবনের মুহূর্ত
তোমার মেঘ নর্তকীদের বল নাচে নাচে উদ্দাম প্রাণের ফোয়ারা ছোটাতে
অমনি আকাশ জুড়ে জগঝম্প, সহস্র ঘুঙুর ধ্বনি
ঝুমুর, ঝুমুর, তা তা থৈ থৈ তা তা থৈ থৈ
তা ধিন তা ধিন তালে তালে মেঘের নৃত্য নাট্য
সোনালি আলোর ঝিকিমিক – নামল বৃষ্টি
তুমুল বৃষ্টি বিকট গর্জনে। যেন ব্যাঘ্র হুঙ্কার;
সাদা সাদা বৃষ্টি ফোটা, দেখতে দেখতে কৃষ্ণচূড়া
দেখতে দেখতে রক্তফোটা, রক্ত ফোটায় ফোটায় পৃথিবী লাল!
আমি বললাম ‘এ কোন সর্বনাশের রঙ?’
আকাশ বলল ‘এই রঙেই লিখো মৃত্যুঞ্জয়ী সেই কাহিনী।’
বৃষ্টি পড়ছে
শিশুরা ছিটাচ্ছে কাদা
বৃদ্ধেরা চলছে বৃষ্টি এড়িয়ে
প্রেমিক প্রেমিকা ছাতার নীচে তাদের নেই পরোয়া।
বৃষ্টি পড়ছে
গাড়ির ওয়াইপার ঘন ঘন
বাতাসে উড়ছে ঝরা পাতা জানালার কাছে ফিস ফিসিয়ে
আমরা কিছু না করে ভেতরে বসে থাকতে পারি
ঘড়ি বন্ধ, কয়েক মুহূর্ত থমকে গেছে চোখে চোখে
কেবল আলতো স্পর্শ, হাতে ঠোঁটে কণ্ঠে, গ্রীবায়, স্তনে
ডুবুরি খুঁজছে অতলে ‘টাইটানিকের ভগ্নাবশেষ।’
বৃষ্টি পড়ছে
ধাঁধানো বিদ্যুৎ, আমাদের যেন কথা হয়িনি অনেকদিন
আরেকটু অপেক্ষা করলে রংধনু নির্ঘাত দেখা যাবে
আমাকে আরও জড়িয়ে ধর, ভয় করনা বজ্রপাতে
কোমল উষ্ণতা বুকের কাছে, সাবওয়ে ট্রেনের ঝমঝম যাত্রা
ঝলমলে ম্যানহাটন, পুলিশের সাইরেন, ডুবছে রাতের ঔরসে ।
বৃষ্টি পড়ছে
যেমন ঢাকায় তেমনি নিউ ইয়র্কে
সব কি রকম বদলে যাচ্ছে, অর্থের পেছনে ছোটাই কি যৌনসুখ নয়?
বাই পাস, হার্ট ট্রেন্সপ্লেন্ট কী বদলাবে প্রেম ভালবাসা? মৃত্যু ঐচ্ছিক?
পাশেই তুমি তবু প্রয়োজন ‘হাবল টেলিস্কোপের’
তুমি আমাকে আর মোটেই ভালবাসনা, একটুও না
খসে পড়ছে হাজার সূর্য, কৃষ্ণ গহ্বরে
বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়েই চলছে।।
বৃষ্টিতে বড় একা
এখন বৃষ্টি বলতে বুঝি প্যালেস্টাইনে বোমা বর্ষণ
সিরিয়ায়ে ইউক্রাইনে, ড্রোন, মিসাইল বৃষ্টি
কাহলিল জিবরান ভিজছেন বৃষ্টিতে একা একা
এখন বৃষ্টি বলতে বুঝি চেরাপুঞ্জের নুহের জাহাজ
ভেসে যাচ্ছে সুনামগঞ্জ, ঝরাপাতা, পাখির গান, শিশুর খেলনা
জল বাড়ছে, গলিত হিমবাহ, ডুবছে টাইটানিক
জল বাড়ছে, ডুবছে আমাদের কান্না, ঝি ঝি র শব্দ
নিউ জার্সি নিউ ইয়র্কের হল্যান্ড-লিঙ্কন টানেল
দীর্ঘ কাজল রেখা মুছে যাচ্ছে তুমুল বর্ষায়
বৃষ্টি মানে হারিকেন সান্ডি, পাওয়ার আওউটেজ, গ্যাস স্টেশনে দীর্ঘ লাইন
মোমবাতি, টর্চ লাইট, গাড়ি ডুবেছে অকস্মাৎ বন্যায় ।
ঝড় বৃষ্টি, বজ্র বিদ্যুৎ, রড স্টুয়ারট কনসার্ট, মেডিসন স্কয়ারে হাঁকাচ্ছে ডিঙ্গা
সি এন এন এ মহা প্রলয়ের পূর্বাভাস, গ্রাউন্ড জিরো তে ফের হামলা
চল যাই এম্পাইর স্টেট দালানের ১০২ তলায় জিউসের সঙ্গে হবে কি দেখা?
প্রিয়তমা তোমার চোখে আমি ডুবছি, কিন্তু দোহাই তোমার, এত উঁচু থেকে তাকিওনা নীচে।