চলচিত্রঃ শরৎ ’৭১
পরিচালনাঃ মোরশেদুল ইসলাম
কাহিনি ও চিত্রনাট্যঃ গিয়াসউদ্দিন সেলিম
প্রযোজনাঃ বাংলাদেশ শিশু একাডেমি
অভিনয়েঃ ওয়াহিলা মল্লিক জল, রহমত আলী, অনামিকা, বন্যা মির্জা,
সময়ঃ ৩০ +- মিনিট
শরৎ ’৭১ গল্পটি দুটি পরিবারের। প্রথম পরিবারের কর্তাকে পাকিস্তানিরা তুলে নিয়ে গেছে কিছুদিন আগে। পরিবারের সদস্যদের ধারণা তিনি আর ফিরে আসবেন না, কিন্তু আবার একইসাথে পরিবারের সবাই আশাও করে হয়ত ফিরে তিনি আসবেন। কিন্তু বাড়ির ছোট ছেলে, যার বয়স ৫-৭, সে চায় কেউ তাকে একটা বন্দুক দিক, সে পাকিস্তানীদের সাথে যুদ্ধ করে বাবাকে ফিরিয়ে আনবে। এই ছেলেটার একটা ময়না পাখি আছে। পাখিটাকে সে ‘জয় বাংলা’ বলতে শেখায়।
ছোট্ট সিনেমাটিতে একটা কথা খুব স্পষ্টভাবে উঠে এসেছে। সেটা হল, ঐসময় ‘জয় বাংলা’ স্লোগানটা শুধু একটা রাজনৈতিক স্লোগানের সীমাকে ছাড়িয়ে হয়ে উঠেছিল, সবার প্রাণের চাওয়া। এখানে সেই চাওয়া এতটাই তীব্র, সার্বজনীন আর সর্বব্যাপি যে একটা শিশুর মধ্যেও ঢুকে গেছে, যে শিশুটি এখনও চাওয়া-পাওয়া জিনিসটাই ঠিকমত বুঝে উঠতে পারেনি।
অন্যদিকে দ্বিতীয় পরিবারের এক ছেলে, এক মেয়ে। ছেলেটার নাম রোমেল সে, অনেক আগেই যুদ্ধে গেছে। ছেলের মা-বাবার দুটি রূপ দেখতে পাই আমরা। একবার তারা বহুদিন ছেলে না দেখা, সে বেঁচে আছে নাকি মরে গেছে না জানা, ইত্যাদি দুঃখে আপ্লুত হয়। আবার আরেকবার ছেলে দেশের জন্য যুদ্ধ করছে সেটা নিয়ে গর্বিত হয়। এই পরিবারের একটা মেয়ে আছে যে মেডিকেল কলেজে পড়াশোনা করে, মেয়েটার নাম মনে করতে পারছিনা, এই চরিত্রে অভিনয় করেছেন বন্যা মির্জা। এই মেয়েটার সাথে হালকা প্রেমের সম্পর্ক আছে প্রথম পরিবারের বড় ছেলের।
এদিকে এই বড় ছেলের এক বন্ধু এসেছে। বন্ধুটা মুক্তিযোদ্ধা। তার কাছে মুক্তিযুদ্ধের গল্প শুনতে খুব আগ্রহী বাড়ির ছোট ছেলে-মেয়েরা। একদিন মা ছেলের বন্ধুর জন্য স্পেশাল রান্না করছিলেন, কিন্তু সকালে গিয়ে দেখলেন, তার ছেলে আর ছেলের বন্ধু গোপনে চলে গেছে যুদ্ধে। মা একবার গর্বিত হন, আরেকবার শেষ দেখাটাও হল না ভেবে আপ্লুত হন।
যুদ্ধে পাওয়া বড় ছেলেটা তার প্রেমিকার জন্য একটা চিঠি রেখে যায়। চিঠিতে প্রেমিকার ভালোবাসা প্রকাশ দেখা যায় প্রেমিকাকে সহযোদ্ধা হবার আহবানের মধ্যে দিয়ে।
এভাবে ছোট ছোট অনেক ঘটনা দিয়ে তুলে ধরা হয়েছে, স্বাধীনতার আকাংখা আর ত্যাগ কীভাবে সাধারণ মানুষের সাধারণ জীবনের সাথে জড়িয়ে গিয়েছিল। আমরা যুদ্ধকালীন সাধারণ সমাজ-জীবনের একটা অংশের স্বরূপ দেখতে পাই।