তোমার কন্ঠে আমার কন্ঠে-
এক হয়েছে আজ এই স্বর,
প্রাণের টানে একই ছন্দে-
মাতৃভাষা হে আপামর!
ভাইয়ের রক্তে লাল হয়েছে,
বর্ণমালার প্রতিটি অক্ষর-
মহান একুশে আমাদের মাঝে,
বয়ে নিয়ে চলে সেই স্বাক্ষর!
মা’কে ডাকতে প্রতিটি শিশু,
যে ভাষায় মুখে শব্দ আনে-
মাতৃভাষার ভোলে নাকো স্বাদ,
এই কথাটিই শুধু জানে!
বলো তবে এক হয়ে সব,
তোমার মা, আমারও মা-
জাত ও জাতির দলাদলিতে,
ভাষার বিভেদ কোরো না!