স্বাধীনতা

সুরঞ্জিত বাড়ই
সুরঞ্জিত বাড়ই 620 Views

কোন দিন দেখা হলোনা তার সাথে
কোন দিন কথা হলোনা
বক্তৃতার মঞ্চে নীরব শ্রোতা হয়ে
শুনেছি তার নাম বহুবার
ধরা দিয়েও কত শতবার
চলে গেছে সে দূরে বহু দূরে
একান্ত আপন করে পাইনিকো তারে
কত যে কথা ছিল শুধাবার

বস্তি, কারখানা অথবা কৃষকের
হাড় জিড়জিড়ে দেহ
চষে বেড়িয়েছি আমি
কোথাও তার দেখা নেই
বন্ধুত্ব হয়নি তার সাথে
কোন কালে কোন দিন

তবু সে আমার, আমাদের হবে বলে
বুকের গভীরে কান্নারা বেড়ে চলে অবিরাম
বিদ্রোহী হয়ে ওঠে কেউ কেউ

আমায় ক্ষমা করোনা তোমরা,
হে আমার পূর্বপুরুষগণ,
আমায় অভিশাপ দাও,
স্বাধীনতার মর্ম বুঝিনি বলে
তাঁরে আপন করতে পারিনি বলে

Share This Article
কবি সুরঞ্জিত বাড়ই এর জন্ম ১৯৭৭ সালের ১ নভেম্বর শিল্পসাহিত্যের চারণভূমি ময়মনসিংহের মুক্তাগাছায়। শৈশব কৈশোরের দিনগুলো কেটেছে গোবিন্দপুর গ্রামে। আয়মান তীর ঘেঁষা ঐতিহ্যবাহী মুক্তাগাছা শহরে কেটেছে যৌবন। বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর এই কবি বর্তমানে শিক্ষকতা পেশায় নিয়োজিত। তাঁর প্রথম কবিতা গ্রন্থ ‘জল মাটির সংলাপ’ প্রকাশিত হয় একুশে বইমেলা ২০১৮-এ এবং ‘ক্রমাগত ভাঙন থেকে’ তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ, যা প্রকাশিত হয় ২০২০ সালে।