মোহন দাসের গুচ্ছ কবিতা – হৃদজমিন

মোহন দাস
মোহন দাস 497 Views

সূর্যোদয়

শরীরের ভেতর বৃষ্টি ঝরে
শরীরের ভেতর রোদ ওঠে
শরীরের ভেতরই শরীর আমার পুড়ে পুড়ে যায়

অথচ হৃদয়ে আমার আকাশ নেই
সূর্য নেই

শুধুই আঁধার ।

তবুও চুপিচুপি বলি আজ কান পেতে শোনো
তোমার আগমনই জীবনে আমার

একমাত্র সূর্যোদয় ।


বৃষ্টি

সবকিছু শেষ হয়ে যাবার পরেও
অনেক কিছু বাকি থেকে যায় কখনও কখনও
এই যেমন শীতকাল নয়
তবুও কেমন যেন রোজ ঠান্ডা হয়ে আসছে বুকের পাঁজর ।
মেঘ করেনি, নিম্নচাপ নয় তবুও কেমন যেন মেঘলা আকাশ
আজ বৃষ্টি সারাদিন ।


উপসংহার

তোমাকে দেখবো বলে আমি যখন
পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকি,
স্টেশন চত্বর কিংবা বাজার ঘুরে কিনে আনি ফুলের তোড়া
অথবা হাতঘড়ি বেঁচে পালন করি তোমার জন্মদিন

তুমি তখন ও পাড়ার গৃহবধূ
বিকল হ্যারিকেনে ঢালো কেরোসিন ।


হৃদজমিন

এই শহরে একটুও জায়গা নেই
একটুও ইলেকট্রিসিটি নেই

কতগুলো দিন আর অন্ধকারে রাস্তা মাড়াবে ।

এক’শো বিঘা জমি আবাদহীন
জন-মানবহীন —

কবে তুমি বসত-বাড়ির খোঁজে; খাদ্যের খোঁজে

এসে দাঁড়াবে হৃদয়ে আমার ?

Share This Article
কবি মোহন দাস এর জন্ম নদীয়া জেলার শান্তিপুর ১৬ কার্তিক ১৯৯৬ সালে । চাকদহ সংলগ্ন সরমস্তপুর গ্রামে নিজের বাড়ি । পিতা শ্রী ভুবন দাস, মাতা শ্রীমতি কাজল দাস। জয়কৃষ্ণপুর Gonsaidas Paul Academy থেকে ২০১৩ সালে Secondary Exam এবং ২০১৫ সালে Higher Secondary Exam পাশ করেন। হাইদ্রাবাদ Livelihood Advance Business School থেকে ২০১৫ সালে Hotel Management কোর্স সম্পূর্ণ করেন। Jatiya Yuva Computer Education Centre থেকে ২০১৭ সালে কম্পিউটার আ্যপলিকেশন এ ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ করেন এবং Chakdaha College" থেকে (Kalyani University'র অধিনস্ত) "বাংলা সাহিত্যে অনার্স" নিয়ে স্নাতক ২০১৮ সালে সম্পূর্ণ করেন। শৈশব থেকেই সাহিত্য চর্চ্চা শুরু ও লেখার প্রতি প্রবল আকাঙ্খা কবির রচনার মূল অনুপ্রেরণা।