খ্যাতি মোদের বিশ্ব জোড়া

মুনজুরুল আলম
মুনজুরুল আলম 486 Views

বাংলা আমার
বাংলা তোমার
এই বাংলায়-
কথা বলি সবাই মোরা
প্রিয় মাতৃভাষা বাংলায়।।

এ ভাষার জন্য
মানুষ শত শত
হয়েছে কত রক্তস্নাত
এ ভাষা রক্ষায়।।

সালাম, বরকত, রফিক, জব্বার
আরও কত বাংলার দামাল
যন্ত্রদানব উপেক্ষা করে
বুকের তাজা রক্ত ঢেলে দিল,

অবশেষে জিত আমাদেরই হল।।

তাই ত মোরা যে যার মত
কথা বলি ইচ্ছে মত,
আসে না কেউ নিতে এখন
মায়ের ভাষা করতে হরণ।।

কার আছে এমন সাধ্য
অন্য ভাষায় করে বাধ্য।

উল্টো এখন বিশ্ব জুড়ে
বাংলাকে স্মরণ করে
মাতৃভাষা দিবস পালন করে।।

বিশ্ববাসী দেখরে তোরা
খ্যাতি মোদের বিশ্বজোড়া।।

Share This Article