আমি বিন্দুমাত্র আলো, মনে হয় তবু আমি শুধু আছি আর কিছু নাই কভু। পলক পড়িলে দেখি আড়ালে আমার তুমি আছ হে অনাদি আদি অন্ধকার!
আমি বিন্দুমাত্র আলো, মনে হয় তবু আমি শুধু আছি আর কিছু নাই কভু। পলক পড়িলে দেখি আড়ালে আমার তুমি আছ হে অনাদি আদি অন্ধকার!
চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না-থাকা জুড়ে।
আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন