আমার শৈশব আমার একুশ

অঞ্জনা সাহা
অঞ্জনা সাহা 575 Views

শৈশবে আমার একুশ ছিলো অতি সাবলীল
দুরন্ত এক আকাঙ্ক্ষান ঢেউয়ে বোনা
শিশিরভেজা ভোরবেলা।
সবুজ ঘাসের নরম গালিচা মাড়িয়ে
ছোট্ট দুটি পায়ের আনগ্ন পদযাত্রা—
আমার প্রথম প্রতিবাদ, প্রথম মিছিল
নিষিদ্ধ প্রভাতফেরি আর শহীদ মিনার জুড়ে
অমোঘ আকর্ষণ।
রক্তগাঁদা অশোক-পলাশ
আর চন্দ্রমল্লিকার পুষ্পাঞ্জলি।
ধমনীতে টগবগে ফুটন্ত আগুন
আর শপথের দৃপ্ত প্রতিধ্বনি
চাপা উত্তেজনা ও প্রতিবাদের গর্জমান ভাষা।

বালিকার হৃদয় সেইদিন হয়েছিলো মিছিলে শামিল
দুর্নিবার উৎসাহে কচিকণ্ঠে তুলে নিয়ে শ্লোগানের ধ্বনি
মিশে গিয়েছিলো মিলিত প্রাণের সেই উদ্দাম কলরব
আর পলাশের ডালে ডালে ফুটে উঠেছিলো প্রফুল্ল কুসুম।

আকাশ-বাতাস প্লাবন-মুখর রাজপথ হলো ধন্য
গণমানুষের উল্লাসমাখা প্রতিবাদ যেন বন্য।

Share This Article
অঞ্জনা সাহার জন্ম রাজবাড়ি শহরের মাতুলালয়ে ১৯৫৫ সালের ৪ ডিসেম্বর। অল্প বয়সে বিয়ে হয়ে যাবার ফলে তেমনভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করতে না পারলেও ১৯৮৭ সালে ‘ছায়ানট সঙ্গীত বিদ্যায়তন’ থেকে রবীন্দ্র সঙ্গীতের পাঁচ বছর মেয়াদি কোর্সে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে বর্তমানে নালন্দা বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। সঙ্গীত ও শিক্ষার পাশাপাশি তিনি নিয়মিত কবিতা লিখে চলেছেন। এ পর্যন্ত তার প্রকাশিত কবিতার বইয়ের সংখ্যা আটটি। তাঁর স্বামী কবি অসীম সাহাও দেশের অন্যতম প্রধান কবিদের একজন। তিনি অভ্র সাহা ও অর্ঘ্য সাহা নামে দুই পুত্র-সন্তানের জননী।