শৈশবে আমার একুশ ছিলো অতি সাবলীল
দুরন্ত এক আকাঙ্ক্ষান ঢেউয়ে বোনা
শিশিরভেজা ভোরবেলা।
সবুজ ঘাসের নরম গালিচা মাড়িয়ে
ছোট্ট দুটি পায়ের আনগ্ন পদযাত্রা—
আমার প্রথম প্রতিবাদ, প্রথম মিছিল
নিষিদ্ধ প্রভাতফেরি আর শহীদ মিনার জুড়ে
অমোঘ আকর্ষণ।
রক্তগাঁদা অশোক-পলাশ
আর চন্দ্রমল্লিকার পুষ্পাঞ্জলি।
ধমনীতে টগবগে ফুটন্ত আগুন
আর শপথের দৃপ্ত প্রতিধ্বনি
চাপা উত্তেজনা ও প্রতিবাদের গর্জমান ভাষা।
বালিকার হৃদয় সেইদিন হয়েছিলো মিছিলে শামিল
দুর্নিবার উৎসাহে কচিকণ্ঠে তুলে নিয়ে শ্লোগানের ধ্বনি
মিশে গিয়েছিলো মিলিত প্রাণের সেই উদ্দাম কলরব
আর পলাশের ডালে ডালে ফুটে উঠেছিলো প্রফুল্ল কুসুম।
আকাশ-বাতাস প্লাবন-মুখর রাজপথ হলো ধন্য
গণমানুষের উল্লাসমাখা প্রতিবাদ যেন বন্য।