একুশ আসে একুশ যায়

সারোয়ার জাহান
সারোয়ার জাহান 424 Views

একুশ এলে এখনও থরে বিথরে কৃষ্ণচূড়া ফোটে
সবুজ ঘাসে ঘাসে এখনও শিশির লোটে
অবুঝ নদীরা দূর বহুদূর সমুদ্রে ছোটে
আমাদের বর্ণমালাই শুধু ফুলের মতো ফুটলো না।

দেখো চেয়ে এখনও গুচেনি কলঙ্ক চাঁদে
এখনও মা মৃত্তিকা নিরবে নিভৃতে কাঁদে
মানুষের বুকে এখনও রক্ত নদী বয় বিষন্ন কলনাদে!
আজও ঘুমকাতুরে বাঙালির ঘুম শুধু ভাঙল না।

তোপধ্বনি বাজিয়ে একুশ আসে
আসে হিমহিম ফাগুনের স্নিগ্ধ প্রথম প্রহর
শুধু সমবেত একসকাল ফুলোময় প্রভাতফেরি
কণ্ঠ মিলিয়ে আমার ভাইয়ের রক্তে রাঙানো গান
অতঃপর বেমালুম ভুলে যাই আমরি বাংলা ভাষা জীবনের কলতান।

Share This Article
সারোয়ার জাহান এর জন্ম ময়মনসিংহের গফরগাঁওয়ে ২০ জানুয়ারি ১৯৭৭। বাংলা সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে তিনি অধ্যাপনায় নিয়োজিত হন। নিভৃতচারী এ কবি প্রায় দুই যুগেরও অধিক সময় ধরে নিজেকে লেখালেখিতে নিমগ্ন রেখেছেন। ইতোমধ্যে তার ৪টি কাব্য প্রকাশিত হয়েছে। মানুষের অকৃত্রিম অমল ধবল অনুভব ও প্রেমের শিল্পিত রূপ তাকে মোহিত করে। পড়ার ঘর ও লেখার টেবিলের প্রতিই তার প্রগাঢ় আকর্ষণ ও প্রেমময় অনুভব। কাব‍্যের প্রতি অনুরাগ ও প্রেম নিয়ত তার শিল্পদৃষ্টিকে শাণিত করে চলেছে। নিয়ত তিনি লিখে চলেছেন,আমৃত‍্যু থাকতে চান লেখালেখিতেই। প্রকাশিত গ্রন্থঃ অধরার কাছে চিঠি, তবুও আঁধারে জ্বলে ওঠে প্রিয় নাম, নিস্তব্ধতার গোধূলি, দাম্ভিকতা ছাড়ো হে চোরকাঁটা।