একুশ এলে এখনও থরে বিথরে কৃষ্ণচূড়া ফোটে
সবুজ ঘাসে ঘাসে এখনও শিশির লোটে
অবুঝ নদীরা দূর বহুদূর সমুদ্রে ছোটে
আমাদের বর্ণমালাই শুধু ফুলের মতো ফুটলো না।
দেখো চেয়ে এখনও গুচেনি কলঙ্ক চাঁদে
এখনও মা মৃত্তিকা নিরবে নিভৃতে কাঁদে
মানুষের বুকে এখনও রক্ত নদী বয় বিষন্ন কলনাদে!
আজও ঘুমকাতুরে বাঙালির ঘুম শুধু ভাঙল না।
তোপধ্বনি বাজিয়ে একুশ আসে
আসে হিমহিম ফাগুনের স্নিগ্ধ প্রথম প্রহর
শুধু সমবেত একসকাল ফুলোময় প্রভাতফেরি
কণ্ঠ মিলিয়ে আমার ভাইয়ের রক্তে রাঙানো গান
অতঃপর বেমালুম ভুলে যাই আমরি বাংলা ভাষা জীবনের কলতান।