নির্মল-সরল সফেদ ইউনিফর্ম রক্তে আজকে লাল,
কোমল হাতে ঝুলছে প্ল্যাকার্ড, ‘পুলিশ চ্যাটের বাল’।
চায়নি তো ওরা হাতিঘোড়া কিছু, সামান্যই আবদার,
পথে-মাঠে-ক্লাসে স্বপ্ন ছড়িয়ে ঘরে ফেরার অধিকার।
দিনে দিনে বহু নালিশ জমেছে, জানানোর কেউ নাই
ব্যাগ কাঁধে নিয়ে দ্বিধা ভরা মনে পথে দাঁড়িয়েছে তাই
আশাভঙ্গের অনলে আজ আহা কাদা-মন পোড়া মাটি,
রক্ষকের শোষণে অনন্ত দহনে বিদ্রোহী হয়েছে খাটি।
ব্যাগে বইছে তোমাদেরই দেয়া গভীর জ্ঞানের বোঝা
মহারাজ তুমি সাপ হয়ে কাটো, ফের হয়ে যাও ওঝা।
মুখে শুধু বল, ভবিষ্যৎ ওরা, জাতির আগাম আশা
চোখে কি পড়েনা অব্যক্ত অভিযোগ অক্ষম হতাশা?
স্বপ্নগুলো পথেঘাটে মরুক, আশারা মিলুক ধূলায়
ও মহারাজ, উন্নয়ন নিয়ে সোজা চলে যাও চুলায়!
ভবিষ্যৎ না থাকলে উন্নয়ন দিয়ে করবেটা তুমি কি
তরুনের দেশপ্রেম মরলে দেশের চিতায় ঢেলো ঘি।