ও পাহাড় বালিকা! হাতটি বাড়াও-
আমার আঙিনায় বড্ড শ্বাসকষ্ট,
বুকে অর্জুন বুনে দাও;
আমার মানচিত্র ভরে দাও অরণ্যে
তোমার শ্যামল চুম্বনে জড়িয়ে নাও আমায়
এখনে আমার কাঁচের চোখ, ঘোলাটে বর্ণমালা।
পাহাড় বালিকা!
তোমার পিনন, রিনাই, দকমান্দা খুলে দাও
তোমার সবুজে ধুয়ে নেবো আমার উত্তাপ।
তোমার সারশ ধোয়া জলাঙ্গীটি দেবে?
যেথায় আমার হারিয়ে যাওয়া বিকেল পাবো
সকাল পাবো, ঘুম পালানো দুপুর পাবো।
এখানে আজ বড়ো খরা;
বৃষ্টি বক উড়ে যায় দূরে, এখানে কোন বৃক্ষ নেই
স্বার্থের করাত চোখ ওঁৎ পেতে কেটে নেয় হৃদপিণ্ড, পাখির জিহ্বা, ভাটিয়ালি গান।
আমায় তুমি নেবে?
তোমার খোপার ঝুড়ির মাঝে?
তোমার ওয়াংগালায়, বিজু’য়?
আমি যাবো ফাগুয়াতে- জুম পাহাড়ে ;
চাঁদের আলোয় বাঁশের তালে নাচবো দুজনাতে।