শীতের কুয়াশায় গা ভিজে যাওয়া ভোর
সূর্য উঠবার রয়েছে ঢের বাকি
নগ্ন পদে গুটি গুটি পায় এগিয়ে চলে অগণিত মানুষ
শিশু-কিশোর-যুবা-বৃদ্ধ-রমনী-বৃদ্ধা সবাই
অন্তরে চির জাগরুক এক প্রাণের সুর
মুখে মুখে ছড়িয়ে পড়ে সারা আকাশ জুড়ে
‘আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’

পলাশ শিমুলের ঘুম যায় ভেঙে
বিষাদের সাথে আনন্দের পরশ লাগে প্রকৃতির রঙে
পাখিদের কলকাকলীতে মুখরিত আকাশ শুভেচ্ছার বীজ
ছড়িয়ে দিয়ে যায় নক্ষত্রমণ্ডল থেকে ভেসে আসা পুস্পবৃষ্টিতে
সিক্ত ভাষাশহিদ ও শহিদ মিনার
শ্রদ্ধায় নত হয়ে আসা শত শত মুখ ফুলের পবিত্রতায় আজো
একুশের দৃপ্ত চেতনায় উদ্ভাসিত হয়…

Share This Article
কবি, শিল্পী ও কথাসাহিত্যিক কমল কুজুর ১৯৭৫ সালের ১৮ নভেম্বর দিনাজপুর জেলার রাজবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি কবিতা, রম্যরচনা, ছড়া লিখেন। শখ লেখালেখি, গান, আবৃত্তি ও ছবি তোলা। কমল কুজুর বাংলাদেশের বিশিষ্ট সংগীতজ্ঞ উস্তাদ সাইমুদ আলী খাঁনের কাছে দীর্ঘ ১২ বৎসর সংগীতের তালিম নেন। শাস্ত্রীয় সংগীতসহ ‘পঞ্চকবি’র গান শেখেন উস্তাদজীর কাছ থেকে। প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থঃ একই বৃত্তের কবি (২০১৬), জলফড়িং (২০১৭), কবি ও কবিতা (২০১৬), কবি কন্ঠস্বর (২০১৮), চেতনায় (২০১৭), রঙিন প্রজাপতি (২০১৭), অল্প কথার কাব্য (২০১৭), সবুজ সংলাপ (২০১৭), রক্তাক্ত রোহিঙ্গা (২০১৮), কবিতায় ভালোবাসা (২০১৮), কবি এবং কবিতার পঙক্তিমালা (২০১৮)। তিনি যুক্ত সাহিত্য সাংস্কৃতিক সংগঠন: দিনাজপুর লেখক পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক।