শীতের কুয়াশায় গা ভিজে যাওয়া ভোর
সূর্য উঠবার রয়েছে ঢের বাকি
নগ্ন পদে গুটি গুটি পায় এগিয়ে চলে অগণিত মানুষ
শিশু-কিশোর-যুবা-বৃদ্ধ-রমনী-বৃদ্ধা সবাই
অন্তরে চির জাগরুক এক প্রাণের সুর
মুখে মুখে ছড়িয়ে পড়ে সারা আকাশ জুড়ে
‘আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’
পলাশ শিমুলের ঘুম যায় ভেঙে
বিষাদের সাথে আনন্দের পরশ লাগে প্রকৃতির রঙে
পাখিদের কলকাকলীতে মুখরিত আকাশ শুভেচ্ছার বীজ
ছড়িয়ে দিয়ে যায় নক্ষত্রমণ্ডল থেকে ভেসে আসা পুস্পবৃষ্টিতে
সিক্ত ভাষাশহিদ ও শহিদ মিনার
শ্রদ্ধায় নত হয়ে আসা শত শত মুখ ফুলের পবিত্রতায় আজো
একুশের দৃপ্ত চেতনায় উদ্ভাসিত হয়…