গল্পকার অরূপ কিষানের জন্ম ময়মনসিংহের তারাকান্দায় ১৯৭৫'র ২০ জানুয়ারি। বসবাস সেখানেই। পেশায় শিক্ষক। তার ১ম কাব্যগ্রন্থ 'নিশিপোকার কোরাস' প্রকাশিত হয় ২০১২ খ্রি। অ্যাডর্ন পাবলিকেশন থেকে। এরপর ২০১৮ ও ২০১৯ খ্রি। বেহুলাবাংলা থেকে প্রকাশিত হয় যথাক্রমে গল্পগ্রন্থ 'নিরাপদ দেশলাই' ও কাব্যগ্রন্থ 'ভগ্নাংশের বেদনা' অণুগল্পের বই 'অণুপ্রাণ অণুকথা' তার ৪র্থ গ্রন্থ।