আশিক আকবর একুশ শতকের একজন প্রথা বিরোধী কবি ও সৃজনশীল মানুষ। বাংলায় স্নাতকোত্তর ও বাংলা একাডেমীতে ফেলোশীপ করেছেন। তিনি এখন গ্রামে থাকেন। পুরোটা সময় তিনি কবিতাকে দেন। কবিতার বিষয়ে তিনি কারো সাথেই কোনো আপোষ করেন না। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা পাঁচটি। ‘প্রথম পাঠ’, ‘কলিযুগের কাব্যকলা’, ‘নয়া এশিয়ার ডাক’, ‘প্রকৃত যোদ্ধারা ক্রুশবিদ্ধ হয় না কখনও’, ‘আফটার প্রফেট বা পয়গম্বরের পর’।