ড. মুকিদ চৌধুরী

ড. মুকিদ চৌধুরী একাধারে বিজ্ঞানী, কবি, ঔপন্যাসিক, সাহিত্যিক, প্রাবন্ধিক, নাট্যকার। বাংলা সাহিত্যের প্রায় প্রতিটি ক্ষেত্রেই রয়েছে তাঁর সুদীপ্ত পদচারণা। তিনি বহুমাত্রিক লেখক। সকল রচনাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। ফলে তিনি বাংলা সাহিত্যের প্রতিটি শাখায় পারদর্শিতা অর্জনে লিপ্ত। তিনি একাধারে সৃষ্টিশীল ও মননশীল লেখক। তাঁর সাহিত্য, ভাষা, বিজ্ঞান, সমাজ, রাষ্ট্র, বিশ্লেষণ যেমন সুপ্রশংসিত তেমনি কাব্য ও কথাসাহিত্যেও। এই দুটি শাখায় তাঁর শিল্পীসত্তা ও মননশীলসত্তা প্রকট। সাহিত্যজগতের বোদ্ধামহলে তাঁর ব্যাপক পরিচিতি, সাহিত্য-নাট্য-প্রবন্ধ-গবেষণা-বিজ্ঞানসম্পর্ক রচনার কারণে।
2 Articles