জন্মস্থান চট্টগ্রাম শহরে ১৯ ই ডিসেম্বর ১৯৭৬ সালে। অনুবাদক, লেখক ও গবেষক ফারজানা নাজ শম্পা কানাডার হ্যালিফ্যাক্সে সপরিবারে বসবাসরত। লেখালিখির সাথে সম্পৃক্ত আছেন নব্বই দশকের শেষ থেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে মাস্টার্স ও নরওয়ের বার্গেন বিশ্ববিদ্যালয় থেকে নোরাড ফেলোশীপ নিয়ে ‘জেন্ডার ও উন্নয়ন’ বিষয়ে এম.ফিল. ডিগ্রী সমাপ্ত করেন। কর্মজীবন শুরু হয় বাংলাদেশের ইরেজি দৈনিক “দি ইন্ডিপেন্ডেন্ট”এর একজন ফিচার লেখক ও সাংবাদিক হিসেবে। পরবর্তীতে নরওয়েতে উচ্চশিক্ষা শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন ও জেন্ডার স্টাডিজ বিভাগে নেদারল্যান্ডস’এর সহায়তাপুস্ট একটি প্রজেক্টে কিছুদিন কর্মরত ছিলেন। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা দুটি: প্রথমটি ‘জেন্ডার শব্দকোষ’ (বাংলা ভাষায়) আর দ্বিতীয়টি নারীর ক্ষমতায়ন (ইংরেজি ভাষায়) বিষয়ে, যা কিনা গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের ফলে নারীর ক্ষমতায়নে এর প্রভাব নিয়ে একটি মাঠ পর্যায়ের গবেষণামূলক রচনা। প্রথমটি ঢাকা ও দ্বিতীয়টি জার্মানী থেকে প্রকাশিত।