মোস্তফা আবু রায়হান এর জন্ম সাতক্ষীরা জেলার শ্যামনগরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে বাংলা বিভাগ (বিসিএস সাধারণ শিক্ষা) সাতক্ষীরা সরকারি কলেজে কর্মরত। গ্রন্থসমুহঃ শ্রেষ্ঠ সময়, পণ্ডলিপি, উপরে পাহাড় নিচে সমুদ্র, নৈঃশব্দের স্বরলিপি, ফুলবেলা, জীবন সঙ্গীত, ছড়িয়ে দিলাম ছড়া, কাব্য বাবুর ছড়া কবিতা, ফুলের হাসি পাখির গান, ঘাসফুল, সবুজ পাতা, রূপকথা ইত্যাদি কাব্যগ্রন্থ। 'কালো চাঁদের জোছনা' ও 'চারিদিকে আগুন জ্বলছে' উপন্যাস। ২০০০ সালে প্রতিষ্ঠিত শিল্প সাহিত্য চর্চা কেন্দ্র "কাব্য কানন" এর প্রতিষ্ঠাতা ও পরিচালক।