অলি সেন স্নাতকোত্তর (ইতিহাস) কলকাতা বিশ্ববিদ্যালয়। একসময় কলকাতায় ‘আজকাল’ পত্রিকায় কালচারাল পাতায় ফিল্যান্স লেখক হিসেবে কাজ করতেন। মূলত তিনি সঙ্গীত এ রিভিউ লিখতেন। পরে দিল্লী তে এসে স্বাধীন ভাবে লেখালেখি এবং গানের চর্চা শুরু করেন। বর্তমানে রামপুর সাহাসওয়ান ঘরানার পণ্ডিত দীপক চট্টোপাধ্যায়ের এর শিষ্যা। কিছুদিন কিরানা ঘরানার বিদূষী সনহিতা নন্দীর সঙ্গ পেয়েছেন তিনি। গানের তালিম শুরু আগ্রা ঘরানার শ্রীমতী বকুল চট্টোপাধ্যায় এবং অল্প কিছুদিন রবীন্দ্রনাথের গানে শ্রীমতী দেবারতী সোমের কাছে। বর্তমানে রাগ সঙ্গীত এর সঙ্গে সঙ্গে কীর্তন এবং কাব্যগীতি শিখছেন দিল্লীতে শ্রীমতী রশনী বন্দোপাধ্যায়ের তত্ত্বাবধানে।