সারোয়ার জাহান এর জন্ম ময়মনসিংহের গফরগাঁওয়ে ২০ জানুয়ারি ১৯৭৭। বাংলা সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে তিনি অধ্যাপনায় নিয়োজিত হন। নিভৃতচারী এ কবি প্রায় দুই যুগেরও অধিক সময় ধরে নিজেকে লেখালেখিতে নিমগ্ন রেখেছেন। ইতোমধ্যে তার ৪টি কাব্য প্রকাশিত হয়েছে। মানুষের অকৃত্রিম অমল ধবল অনুভব ও প্রেমের শিল্পিত রূপ তাকে মোহিত করে। পড়ার ঘর ও লেখার টেবিলের প্রতিই তার প্রগাঢ় আকর্ষণ ও প্রেমময় অনুভব। কাব্যের প্রতি অনুরাগ ও প্রেম নিয়ত তার শিল্পদৃষ্টিকে শাণিত করে চলেছে। নিয়ত তিনি লিখে চলেছেন,আমৃত্যু থাকতে চান লেখালেখিতেই। প্রকাশিত গ্রন্থঃ অধরার কাছে চিঠি, তবুও আঁধারে জ্বলে ওঠে প্রিয় নাম, নিস্তব্ধতার গোধূলি, দাম্ভিকতা ছাড়ো হে চোরকাঁটা।