সৈয়দ হাসমত জালাল

সৈয়দ হাসমত জালাল এর জন্ম ১৯৫৭ সালের ১২ জুলাই, মুর্শিদাবাদ জেলার খোশবাসপুর গ্রামে। পারিবারিকভাবেই সাহিত্য-শিল্পচর্চার পরিমণ্ডলে বেড়ে ওঠা। পিতা সৈয়দ আব্দুর রহমান ফেরদৌসী ছিলেন সাহিত্যিক, ইতিহাস-গবেষক ও স্বাধীনতা-সংগ্রামী। অগ্রজ সৈয়দ মুস্তাফা সিরাজ বাংলা সাহিত্যের একজন অগ্রগণ্য কথাশিল্পী। একাদশ শ্রেণীর ছাত্র জালালের প্রথম কবিতা বহরমপুর থেকে প্রকাশিত কবি মণীশ ঘটক সম্পাদিত 'বর্তিকা' কর্তৃক পুরস্কৃত হয়। ১৯৯০ সাল থেকে কলকাতা শহরে স্থায়ীভাবে বসবাস শুরু। পরে পুরোপুরি সাংবাদিকতার সঙ্গে যুক্ত হন। সংবাদপত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে লিখেছেন প্রচুর গদ্য। পশ্চিমবঙ্গ সরকারের বাংলা আকাদেমি পুরস্কার, বিষ্ণু দে পুরস্কারসহ এবং বাংলাদেশে পেয়েছেন অনেক উল্লেখযোগ্য পুরস্কার, বহু সম্মাননা এবং সংবর্ধনা।
1 Article