শাখাওয়াত বকুল

কথাসাহিত্যিক ও অনুবাদক । জন্ম ২৮ জুলাই ১৯৭৮ সালে, ময়মনসিংহের মুক্তাগাছায়। পেশায় তিনি ইংরেজি সাহিত্যের শিক্ষক। প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ ফাঁসির দূরত্বে থাকা মানুষ (২০২০)। নিয়মিত লিখছেন বিভিন্ন ছোট কাগজ ও সাহিত্য পত্রিকায়। সম্পাদনা করেছেন অতঃপর নামে ছোট কাগজ। এরপর তিনি অনুবাদ করছেন জি এম কোয়েটজির Disgrace আর আগামী বইমেলায় প্রকাশিত হবে FRANTZ FENON (ফানৎ্স ফ্যানো) এর বিখ্যাত গ্রন্থ “BLACK SKIN, WHITE MASKS” (কালো চামড়া, সাদা মুখোশ)।
1 Article