শম্পা মনিমা শিক্ষকতা করেন। শিক্ষকতা তার নেশাসহ পেশা৷ তার বড়ো হওয়া থেকে সংসার সবই কোলকাতা ঘিরে৷ তিনি লেখালিখি করেন মনের তাগিদে। আবেগ অনুভুতিগুলোকে দেশলাই বাক্সে রেখে আগুনের ফুলকি সব এক জায়াগায় জড়ো করেন৷ মননে মননে বৃদ্ধি পাবে মানবিক সম্মান, মর্যাদা, মানবিকতা এই তার স্বপ্ন প্রত্যাশা৷ শম্পা মনিমার প্রথম প্রকাশিত বই–ইঙ্গিত ওমে স্তবক লিখেছে প্রণাম৷