শামস আল মমীন বাংলা কবিতার আশির দশকের একজন খ্যাতিমান কবি ও অনুবাদক। তাঁর জন্ম ১৯৫৭ সালের ২৬শে ডিসেম্বর রংপুরের বদরগঞ্জে। তাঁর প্রাথমিক বিদ্যাপাঠ স্থানীয় স্কুল ও কলেজে। ১৯৮২ সালে যান আমেরিকা। দীর্ঘদিন যাবত মার্কিনপ্রবাসী। সেখানে তিনি ইংরেজি ভাষা ও সাহিত্য এবং শিক্ষাশাস্ত্রে উচ্চতর শিক্ষালাভ করেন। ১৯৮৯ সন থেকে তিনি নগর নিউ ইয়র্কের শিক্ষা বিভাগে ইংরেজির শিক্ষক হিসাবে কাজ করছেন। ১৯৯০ দশকের শেষে শামস আল মমীন সাহিত্য পত্রিকা ‘আকার ইকার’ সম্পাদনা করেন। তারও আগে ১৯৮৫ সালের ১০ই জানুয়ারি নাগাদ আমেরিকা থেকে বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক পত্রিকা ‘সাপ্তাহিক দিগন্ত’ প্রকাশ শুরু করেছিলেন। শামস আল মমীন ছিলেন তার ভারপ্রাপ্ত সম্পাদক। আশির দশকে লেখালেখি শুরু করলেও তাঁর প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় মধ্য নব্বইয়ে। এযাবৎ প্রকাশিত তাঁর গ্রন্থগুলো হলো : ‘চিতায় ঝুলন্ত জ্যোৎস্না’ (১৯৯৫), ‘মনোলগ’ (২০০১), ‘সাম্প্রতিক আমেরিকান কবিতা’ (২০০৯), ‘আমি সেই আদিম পুরুষ’ (২০১২) এবং ‘আমি বন্দী খোলা জানালার কাছে’ (২০১৪)।