সৌহার্দ সিরাজ

সৌহার্দ সিরাজ এর জন্ম ১৬ সেপ্টেম্বর ১৯৬৩ সালের খুলনা জেলার পাইকগাছায়। প্রকৃত নাম গাজী শাহজাহান সিরাজ। তিনি লেখালেখি করেন সৌহার্দ সিরাজ নামে।প্রকাশিত গ্রন্থঃ অন্তরে অন্তরীক্ষ (১৯৯৮), অরণ্যে এক পশলা রোদ (২০০০), দূরায়ত নদীর পদাবলী (২০০৮), ভেঙে পড়া হঠাৎ আলো (২০১৩), শুভেচ্ছার পদচিহ্ন ফেলে (২০১৭), মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস (২০১৭), বাকি অংশের অপেক্ষায় (২০১৮)। উভয় বাংলা থেকে ২১টি সম্মাননা ও পুরস্কার পেয়েছেন।
1 Article